এক নজরে আলাতুলী ইউনিয়ন
০১। ইউনিয়নের নামঃ- আলাতুলী ইউনিয়ন।
০২। ইউনিয়নের আয়তন-২৩.৪৫ বর্গ মাইল।
০৩। ইউনিয়নের মোট লোক সংখ্যা-১৯,০০০ জন।
পুরুষ:-৯৯৭১ ও
মহিলা:-৯০২৯ জন। (আদমশুমারী ২০১১ খ্রিঃ অনুযায়ী)
০৪। ইউনিয়নের জনবসতি গ্রামের সংখ্যা-৩৯টি।
০৫। ইউনিয়নের মৌজার সংখ্যা-৩টি।
০৬। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ-০টি
কারিগরী কলেজ-০টি
উচ্চ বিদ্যালয়-০৩টি
প্রাঃ বিদ্যালয়-০৪টি
বেঃ প্রাঃ বিদ্যালয়-০৫টি।
০৭। হাটঃ ১টি-
০৮। পরিবার পরিকল্পনা কেন্দ্র-০১টি।
০৯। সরকারী মৎস খামার-০১টি।
১০। ডাকঘর-০১টি।
১১। ভূমি অফিস-০১টি।
১২। তথ্য সেবা কেন্দ্র-০১টি।
১৩। ইউনয়নের মোট জমির পরিমান-৬৩৪০ হেক্টর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS